হলিউডের আগেই বাংলাদেশে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’

ছবির শিল্পীরা
১৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউডের মারকুটে ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮’। তবে বাংলাদেশের দর্শকদের জন্য চমকপ্রদ খবর হলো, একদিন আগেই ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। অর্থাৎ ১৩ এপ্রিল থেকে ছবিটি দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা।

এবারের পর্বটি পরিচালনা করেছেন এফ গ্যারি গ্রে। বরাবরের মতোই এতে দেখা যাবে ভিন ডিজেল, ডোয়াইন জনসন, জ্যাসন স্ট্যাথামকে। নতুন মুখ পাওয়া যাবে শার্লিজ থেরন। মূল খলচরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী এ অভিনেত্রী।
সবশেষ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেন জেসন স্ট্যাথাম। এবারই প্রথম খলচরিত্রে এসেছেন শার্লিজ থেরন।
বার্লিনে ছবির প্রিমিয়ারে তিনি জানান, খল চরিত্রে অভিনয় করাটা তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো। অভিনয় জীবনের ১৬ বছরের অভিজ্ঞতাকে ভেঙে নতুন করে গড়তে হয়েছে নিজেকে। আগের সিরিজগুলোর চেয়ে আরো বেশি স্ট্যান্ট দৃশ্যে ভরপুর এবারের পর্ব।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ মানেই জমজমাট গতির লড়াই। শক্রদের নিধন আর বন্ধুদের বাঁচানোর লড়াই ঘিরেই জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলোর গল্প আবর্তিত হয়। এবারের ছবিটিও এর ব্যতিক্রম নয়।

ট্রেলার:

/এম/