তানজীবের বৈশাখী ইপি ‘এভাবেই’

তানজীব সারোয়ার।বাংলা নববর্ষকে সামনে রেখে প্রকাশ পাচ্ছে তানজীব সারোয়ারের তিন গানের ইপি অ্যালবাম ‘এভাবেই’। সুর করেছেন তানজীব নিজেই। সংগীত পরিচালনায় চিরকুট ব্যান্ডের গিটারিস্ট ইমন চৌধুরী।

তিনটি গানেরই কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানগুলোর শিরোনাম- এভাবেই, তুমি বলো না এবং তুই ছাড়া মোর। এবারই প্রথম জীবনের কথা ও ইমন চৌধুরীর সংগীতে অ্যালবাম করলেন তানজীব।
তিনি বলেন, ‘জীবন ভাই দেশের অনেক জনপ্রিয় গানের গীতিকার। ইমন ভাইয়ের মিউজিকের কথা তো বলার অপেক্ষা রাখে না। আগে থেকেই পরিকল্পনা ছিল তাদের সঙ্গে কাজ করার। এবার হলো। সব মিলিয়ে ভালো একটা অ্যালবাম দাঁড়িয়েছে।’
তানজীব আরও জানান, কিছুদিনের মধ্যে বড় পরিসরে অ্যালবামের একটি গানের ভিডিও প্রকাশ করা হবে।
/এমএম/