মাদার তেরেসা পুরস্কার পেলেন শুভ্র দেব

পুরস্কার নিচ্ছেন শুভ্র দেবভারতের মাদার তেরেসা পুরস্কার পেলেন সংগীতশিল্পী শুভ্র দেব। রবিবার সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হলে সাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সংগীতে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মান দেওয়া হলো।
এ প্রসঙ্গে শুভ্র বললেন, ‘মাদার তেরেসা পুরস্কার কমিটির ও সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ। এটার আমার জন্য খুব আনন্দের বিষয় ও সংগীত জীবনের অন্যতম পুরস্কার।’
কলকাতার মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি ভারত এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দিয়ে আসছে।
এবার বাংলাদেশের তিনজনসহ মোট ৩২ জনকে এই সম্মাননা দেওয়া হয়। শুভ্র ছাড়াও দেশের উন্নয়নে ব্যবসা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ এবং ব্যবসার মাধ্যমে সমাজসেবা বিভাগে পেয়েছেন গ্রীন ডেল্টা গ্রুপের কর্ণধার নাসির এ চৌধুরী চলতি বছর এ পুরস্কার পেয়েছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৬ সালে মাদার তেরেসা পুরস্কার পান।

/এমকে/এম/