শাকিব খানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি!

শাকিব খানদেশীয় চলিচ্চত্রের শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। তার প্রথম ধাপ হিসেবে ‍উকিল নোটিশ পাঠাচ্ছে সমিতি। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

পরিচালকদের ‘বেকার’ বলে অসম্মানিত করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি।
বদিউল আলম খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাকিবের ব্যক্তিগত সমস্যার কারণে তিনি পরিচালকদের এভাবে বেকার বলে ছোট করতে পারেন না। তিনি যা বলেছেন, তা অবমাননাকর।’
সম্প্রতি পারিবারিক বিতর্কের জের ধরে শাকিব খান একাধিক সংবাদমাধ্যমে প্রসঙ্গক্রমে বলেন, ‘এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তা-ই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?’
শাকিবের এমন মন্তব্যে ক্ষুব্ধ খোকন আরও বলেন, ‘প্রাথমিকভাবে আজ (বৃহস্পতিবার) শাকিবকে উকিল নোটিশ পাঠানো হবে। ৭ দিনের মধ্যে যদি তিনি সন্তোষজনক জবাব দিতে না পারেন তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে।’
এদিকে শাকিব এখন ‘রংবাজ’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন পাবনায়। তার মুঠোফোনে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
/এম/এমএম/