বিচারকের আসনে উমা থারম্যান

উমা থারম্যানকান চলচ্চিত্র উৎসবের আনসার্টেন রিগার্ড বিভাগের জুরি প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করবেন উমা থারম্যান। শুক্রবার (২১ এপ্রিল) এক ই-মেইল বার্তায় আয়োজকরা এ ঘোষণার কথা জানান।

২০১১ সালে রবার্ট ডি নিরো আনসার্টেন রিগার্ডের জুরি সভাপতি থাকাকালে বিচারক প্যানেলে ছিলেন উমা। বিশ্বের বিভিন্ন প্রান্তের নানান রকম ছবি দেখার অভিজ্ঞতা আবার হবে তার। আগামী ২৭ মে আনসার্টেন রিগার্ড বিভাগের বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেবেন তিনি।
২০ বছরের ক্যারিয়ারে অ্যাকশন থেকে শুরু করে সায়েন্স ফিকশন, ঘনিষ্ঠ প্রেম থেকে শুরু করে হাস্যরস; সব ধরনের ছবিতে কাজের অভিজ্ঞতা আছে উমার। মার্কিন এই অভিনেত্রী ছবি বাছাইয়ে বরাবরই সাহসের পরিচয় দিয়েছেন, নিয়েছেন ঝুঁকি।
১৭ বছর বয়সে অভিষেকের পর স্টিফেন ফ্রিয়ার্সের ‘ডেঞ্জারাস লিয়েইজান’ এবং টেরি গিলিয়ামের ‘দ্য অ্যাডভেঞ্চারস অব ব্যারন মুঞ্চহাউসেন’ ছবিতে অভিনয় করে খ্যাতি পান উমা থারম্যান।
১৯৮৪ সালে কানে স্বর্ণপামজয়ী কোয়েন্টিন টারান্টিনোর ‘পাল্প ফিকশন’ উমার আরেকটি বিখ্যাত ছবি। এই পরিচালক-অভিনেত্রী জুটির ‘কিল বিল: ভলিউম ওয়ান’ ও ‘কিল বিল: ভলিউম টু’ও দেখানো হয় কানে।
আরও কয়েকজন বিখ্যাত নির্মাতার সঙ্গে কাজ করেছেন উমা। তাদের মধ্যে অ্যান্ড্রু নিকোল (গাটাকা), উডি অ্যালেন (সুইট অ্যান্ড লোডাউন), রোল্যান্ড জোফি (ভ্যাটেল), ইথান হাউকি (চেলসি ওয়ালস) উল্লেখযোগ্য।
সম্প্রতি লার্স ভন ট্রিয়ারের নতুন ছবি ‘দ্য হাউস দ্যাট জ্যাক বিল্ট’-এ যুক্ত হয়েছেন উমা থারম্যান। এতে তার বিপরীতে থাকছেন ম্যাট ডিলন ও ব্রুনো গ্যাঞ্জ।
/জেএইচ/এমএম/