নকলের দায়ে অভিযুক্ত কপিল শর্মা শো

অভিজিৎ ও কপিলকমেডিয়ান কপিল শর্মার অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা’-এর বিরুদ্ধে নকলের অভিযোগ এনেছেন আরেক স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিজিৎ গাঙ্গুলি। তার দাবি, দুই সপ্তাহ আগে তার প্রকাশ করা এক ভিডিও থেকে কৌতুক নিয়ে শোয়ে ব্যবহার করা হয়।
ফেসবুকে বিস্তারিত অভিযোগ করার পর এ নিয়ে ঝড় উঠেছে।
সবাই এখন নকলের দায়ে কপিলকে দুষছেন। রবিবার কপিল শর্মা শোয়ের ১০০তম পর্বে ভারতীয় নারী ক্রিকেটারদের আমন্ত্রণ জানান কপিল। সেখানে কিকু শর্দা একটি কৌতুক বলেন যেটা আসলে অভিজিতের ভিডিও থেকে নেওয়া হয়েছিলো।
এই অভিযোগের প্রেক্ষিতে দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কিকু বলেন, ‘আমরা অনেক বড় একটি দল। প্রত্যেক পর্বের আগেই আমরা অনেক আলোচনা করি। সেই কৌতুকটিও আমাদের পাণ্ডুলিপির অংশ ছিল। হয়তো আমাদের লেখকরা কোথাও এই কৌতুক শুনেছেন। এমনটা নয় যে, আমরা জনপ্রিয় এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপ কৌতুক ব্যবহার করি না। তবে কখন, কার কাছ থেকে কৌতুকটি নেওয়া হয়েছে সেটা সবসময়ই খেয়াল রাখা সম্ভব হয় না।’
অভিজিৎ অবশ্য বলেছেন, কোনোরকম নকলই মেনে নেওয়া যায় না। তাদের দলটি এটা গুরুত্ব সহকারে নেয়নি।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘কৌতুক অভিনেতারা সবসময়ই নতুন কিছু দেওয়ার চেষ্টা করেন। চারপাশ ভালোভাবে লক্ষ করে কৌতুক তৈরির চেষ্টা করেন। কিন্তু যখন কেউ এটা নিয়ে নেয় তখন ভালো না লাগাই স্বাভাবিক। আমি এ বিষয়ে ক্ষুব্ধ ও অসহায়। আমি চাই এটা নিয়ে অনেক আলোচনা হোক। যেন আর কারও সঙ্গে এমনটা না হয়।’

 সূত্র: ইন্ডিয়া টুডে

/এমএইচ/এম/