‘মরণঘাতী’ ব্যাকটেরিয়ায় গুরুতর অসুস্থ এলটন জন

 

 

এলটন জন
মরণঘাতী ব্যাকটেরিয়ার আক্রমণের শিকার হয়ে নিবিড় পরিচর্যায় রয়েছেন খ্যাতনামা ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন। এজন্য আসন্ন যুক্তরাষ্ট্র কনসার্ট বাতিল করতে হয়েছে তাকে।

মঙ্গলবার তার এক মুখপাত্রের বরাতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসি জানায়, গত সপ্তাহে লাতিন আমেরিকায় এক কনসার্ট চলাকালীন সময়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এলটন। এরপর জরুরি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে ফিরে আসতে হয় তাকে। 

তার ম্যানেজমেন্টের এক বিবৃতিতে জানা যায়, খুবই দুর্লভ ও মরণঘাতী ব্যাকটেরিয়ার আক্রমণের শিকার হয়েছেন তিনি। তবে বিস্তারিত কিছু জানা যায়নি। বিবৃতিতে বলা হয়, ‘এলটনের মেডিকেল দল খুব দ্রুতই রোগ শনাক্ত করতে সক্ষম হয় ও সফলভাবে চিকিৎসা করে। খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন তিনি।’

আগামী দুই সপ্তাহে লাস ভেগাস ও ক্যালিফোর্নিয়ায় কনসার্ট করার কথা ছিল তার। সেগুলো বাতিল করা হয়েছে। এলটন বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে, আমার ভক্তরা আমায় এত ভালোবাসে। তাদের হতাশ করায় আমি  দুঃখিত ও ক্ষমাপ্রাথী। আমার মেডিকেল টিমের কাছে আমি কৃতজ্ঞ।’

সূত্র: বিবিসি

/এমএইচ/এম/