হয়তো সিনেমাতেও ব্যান হয়ে যাব!

প্রসূন আজাদ। ছবি সাজ্জাদ হোসেনঅনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ। অভিনেত্রী রোকেয়া প্রাচীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে টেলিভিশনে ‌‘নিষিদ্ধ' থাকা প্রসূন চলচ্চিত্রে কাজ শুরু করেছেন।
তার নতুন ছবির নাম ‌‘ভোলা'। বৃহস্পতিবার বিএফডিসিতে এর দৃশ্যধারণে অংশ নেন তিনি। এটি পরিচালনা করেছেন সোহেল রহমান।
এদিকে ছবিতে অভিনয়ের আগে টেলিভিশনের প্রসঙ্গ এনে প্রসূন বলেন, ‘হয়তো এবার ছবিতেও আমাকে ব্যান করা হতে পারে। সমস্যা নেই। আমার দর্শকরাই আমাকে উদ্ধার করবেন।’
প্রসঙ্গত, গত বছরের ১৯ অক্টোবর ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘ—নাটকের এই তিন সংগঠনের কাছে প্রসূন আজাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন অভিনেত্রী-নির্মাতা রোকেয়া প্রাচী। বলেন, প্রসূনের কারণে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তো হয়েছিই, চরমভাবে অসম্মানিতও হয়েছি।
এর প্রেক্ষিতে ডিরেক্টরস গিল্ড প্রসূনের সঙ্গে কাজ না করার ঘোষণা দেয়। বাকি দুই সংগঠন এতে সম্মতি প্রদান করে।
চ্যানেল আইয়ে প্রচারের জন্য নির্মিতব্য ‘স্বপ্ন সত্যি হতে পারে’ নাটকের শুটিংকে কেন্দ্র করেই দ্বন্দ্ব বাঁধে প্রসূন আজাদ ও রোকেয়া প্রাচীর মধ্যে। প্রসূন নাটকটির পরিচালক রোকেয়া প্রাচীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনেন সেসময়।
বরাবরই প্রসূন টেলিভিশন সংগঠনগুলোর বয়কটকে আমলে আনতে চাননি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘আমি তাদের সঙ্গে কাজ করা নিয়ে ভাবছি না। আর একজন নির্মাতা বা অভিনয়শিল্পীকে কি নিষিদ্ধ করা যায়? এখন আমি নিজে ছবি নির্মাণ নিয়ে সময় ব্যয় করছি। তাই এ ধরনের বিষয় নিয়ে ভাবতে চাই না।’
/এমআই/এম/