জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আবৃত্তিকার কাজী আরিফ

18198068_10154501699737227_716117647_nপ্রথিতযশা আবৃত্তিশিল্পী ও সংস্কৃতি ব্যক্তিত্ব কাজী আরিফের শারিরীক অবস্থার অবনতি ঘটেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক হাসানুজ্জামান সাকি বাংলা ট্রিবিউনকে জানান, ম্যানহাটানের মাউন্ট সিনাই হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে তাকে। নিউইয়র্কে এখন রাত ২টা। কাল সকালে চিকিৎসকেরা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে কাজী আরিফকে এখন পর্যন্ত চিকিৎসকেরা মৃত বা ক্লিনিক্যালি ডেড বলে ঘোষণা করেননি।

উল্লেখ্য, কাজী আরিফ একাধারে একজন প্রকৌশলী, আবৃত্তিকার এবং মুক্তিযোদ্ধা। ৬৯ এর গণ আন্দোলনের সময়ে রাজনৈতিক সভায় প্রথম কবিতা পাঠের মাধ্যমে শুরু হয় তার আবৃত্তি জীবন। সেসময় তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

তার প্রথম আবৃত্তির ক্যাসেটের নাম ‘পত্রপুট’ যেটি ১৯৮০ সালে প্রকাশিত হয়। সেটি বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম আবৃত্তির ক্যাসেট। তারপরে প্রায় ১৭টার মতো ক্যাসেট বের হয়েছে তার।

/এফএএন/