পাদুকা জোড়া থেকে নীল তোয়ালে

নাটকের একটি দৃশ্যে মোশাররফ করিমগত বছর কোরবানির ঈদ উপলক্ষে আরটিভিতে প্রচার হয়েছিল মোশাররফ করিম অভিনীত ‘মাহিনের পাদুকা জোড়া’ নামের একটি খণ্ড নাটক। প্রচারের পর নাটকটি বেশ সাড়া জাগায়।
আলোচিত এ নাটকটির সিক্যুয়াল নির্মাণের ভাবনা গত এক বছর ধরেই করে আসছিলেন নির্মাতা সাগর জাহান। শুধু ভেবেই বসে থাকেননি। নির্মাণে নেমেছেন এরই মধ্যে। অবশ্য এবার একখণ্ডে থাকছে না মাহিনের গল্পটি। দর্শক যেন ঈদে বিনোদনের বাড়তি মাত্রা যোগ করতে পারে সেজন্য ছয়টি পর্বে দেখানো হবে নাটকটি।
সে লক্ষ্যেই কাজ করছেন সাগর জাহান। তিনি জানান, ২৪ এপ্রিল থেকে শুরু করে নাটকটির শুটিং শেষ হচ্ছে আজ (২৯ এপ্রিল)।
সাগর জাহান বলেন, ‘‘মোশাররফ করিমকে নিয়ে নির্মিত ‘মাহিনের পাদুকা জোড়া’ নাটকটি থেকে ব্যাপক সাড়া পেয়েছি। সে অনুপ্রেরণায় সিকুয়্যাল নির্মাণের পরিকল্পনা। এবার আর একখণ্ডের মধ্যে রাখিনি। নির্মাণ করছি ছয় পর্বের ধারাবাহিক। গল্পটা সাজিয়েছি ব্যতিক্রমভাবে। দর্শকের জন্য ভিন্ন কিছু অপেক্ষা করছে।’’
‘মাহিনের নীল তোয়ালে’র শুটিং হয়েছে কক্সবাজারে। নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে যথারীতি থাকছেন নুসরাত ইমরোজ তিশা। আরও আছেন ফারুক আহমেদ, আ খ ম হাসান, নাদিয়া নদী প্রমুখ। আসছে ঈদে ছয় পর্বের এই ধারাবাহিকটি আরটিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।  
/এমকে/এমএম/