জয়িতার গল্প

নাটকের দৃশ্যে অপর্ণাশিক্ষিত, স্বাধীনচেতা, আত্মবিশ্বাসী, প্রতিবাদী, সুন্দরী এক তরুণী জয়িতা। যে ভাঙবে তবু মচকাবে না। পিতৃহীন সংসারে মা সেলিনা ও ছোটবোন জায়রাকে নিয়ে তার বাস।
সদ্য পড়াশোনা শেষ করে জয়িতা একটি বইয়ের দোকানে চাকরি করে। আভিজাত্য না থাকলেও অভাব নেই সংসারে। সুন্দর চলে যাচ্ছিল তাদের দিন। হঠাৎ করেই একটি প্রভাবশালী মহল ওদের বাড়িটি দখল করার পায়তারা শুরু করে। নানাভাবে হুমকি-ধামকি দিয়ে তটস্থ করতে চায় ওদের। রুখে দাড়ায় জয়িতা। শুরু হয় তুমুল স্নায়ুবিক লড়াই।

এটি একটি ধারাবাহিক নাটকের গল্প। নাম ‘মন ছুঁয়েছে মন’। এতে জয়িতার ভূমিকায়ে দেখা যাবে অপর্ণা ঘোষকে।
মানিক মানবিকের চিত্রনাট্য ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ, নিমা রহমান, প্রাণ রায়, শানারেই দেবী, কাজী নওশাবা, সাবেরী আলম, মামুন অপু, মনা সিদ্দিক ও কেয়া চৌধুরী।
নাটকটি এসএ টিভিতে আজ (৩ মে) থেকে প্রতি সপ্তাহে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে।

/এম/