কারা আসছেন শিল্পী সমিতির নেতৃত্বে

তিন প্যানেলতিন প্যানেলে জাঁকালো প্রচারণা চলেছে বিএফডিসিজুড়ে। অবশেষে আজ (৫ মে) এসেছে সে মাহেন্দ্রক্ষণ। ২০১৭-১৮ সালে বাংলাদেশ শিল্পী সমিতির নেতৃত্বে কারা আসছেন তা জানা যাবেেআজ, শুক্রবার সন্ধ্যা পেরুলে। এর আগে সকাল ৯টা থেকে চলবে ভোট প্রদান।

এবারের লড়াইয়ে আছেন ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল।
সাজানো হয়েছে ভোট কেন্দ্র২১টি পদের বিপরীতে মোট ৫৭ জন প্রার্থী পাঞ্জা লড়ছেন এবার।  সানী-অমিতের প্যানেল থেকে ২০ জন, মিশা-জায়েদ খানের প্যানেল থেকে ২১ জন, ড্যানি-কোবরার প্যানেল থেকে ১৪ জন ও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছেন ২ জন প্রার্থী।
এদিকে তিন প্যানেলের প্রধানদের মন্তব্য কিংবা ইশতেহারে প্রায় একই সুর।
নির্বাচনের আগের দিন বিকালে পরিবেশ দেখতে এসেছেন সিনিয়র শিল্পী রিয়াজমিশা সওদাগর বলেন, ‘নীতিগতভাবে আমরা এক। নির্বাচনে যে-ই জয়লাভ করুন না কেন, আমরা যেমন এক পরিবার হয়ে আছি, ঠিক তেমনি থাকব।’
ওমর সানী বলেন, ‘শিল্পীদের জন্য ভালো কিছু করতেই আমার কাজ করে যাওয়া। আর একটা কথা- শিল্পী সমিতি আমার পরিবারের মতোই। তাই আমি সেভাবেই কাজ করে যাচ্ছি।’
বৃহস্পতিবার প্রায় ফাঁকা বিএফডিসি, থরে থরে সাজানো পোস্টারড্যানি সিডাক প্যানেলের পক্ষ থেকে বলেন, ‘দুস্থ শিল্পীদের জন্য কাজ করাই আমার প্রধান লক্ষ্য। আমি সেভাবেই এগুতে চাই।’
নির্বাচন কমিশনের চেয়ারম্যানের হিসেবে আছেন চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর। তিনি জানান, এবার মোট ভোটারের সংখ্যা ৬২৪ জন। আজ (শুক্রবার) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এরপর রাতের মধ্যেই বিজয়ীদের নাম ঘোষণা সম্ভব হবে বলে জানিয়েছেন কমিশনার।
বৃহস্পতিবার প্রায় ফাঁকা বিএফডিসি, থরে থরে সাজানো পোস্টারপ্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির বর্তমান কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি পদে চিত্রনায়ক শাকিব খান, সহ-সভাপতি পদে ওমর সানী এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন অমিত হাসান।
বৃহস্পতিবার বিএফডিসিতে ভক্তের সঙ্গে খোশ মেজাজে পাওয়া গেছে নীরব-ইমনকেওছবি: সাজ্জাদ হোসেন

/এমআই/এমএম/