ইমরান-ঐশীর কণ্ঠে এবার অন্যরকম গান

ঐশী এবং ইমরানইমরান এবং ঐশী শনিবার সন্ধ্যায় একটি বিশেষ গানে কণ্ঠ দিলেন। আহম্মেদ হুমায়ূনের সংগীত পরিচালনায় এই গানটির নাম ‘বাংলাদেশ, অল দ্য বেস্ট’। যা তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে।

হুমায়ূন জানান, গানটির অডিও রেকর্ডিংয়ের পাশাপাশি ভিডিও শুটিংও সম্পন্ন হয়েছে এরমধ্যে। এটির কথা লিখেছেন ও ভিডিও নির্মাণ করেছেন ইফতেখার শুভ। শিগগিরই প্রকাশ পাবে দেশের বিভিন্ন টিভি চ্যানেলসহ ইউটিউবে।
গানটি প্রসঙ্গে আহম্মেদ হুমায়ূন বলেন, ‘ইমরান এবং ঐশীর কণ্ঠ প্রসঙ্গে নতুন করে আসলে বলার কিছু নেই। অসাধারণ গেয়েছেন তারা। আর ভিডিওতে থাকছে বেশ কিছু চমক। এটি আসলে বাংলাদেশের অগ্রসরমান ক্রিকেট খেলাকে উৎসাহিত করার জন্য একটি অন্যরকম প্রজেক্ট। আশা করছি দারুণ কিছু অপেক্ষা করছে ক্রিকেট প্রেমীদের জন্য।’

পপ ও ফোক ঘরানার কণ্ঠশিল্পী ঐশীর প্রথম একক ‘ঐশী এক্সপ্রেস’ প্রকাশ পায় ২০১৫ সালে। রবিউল ইসলাম জীবনের কথায় সেই অ্যালবামের সবগুলো (১০টি) গানের সংগীত পরিচালক ছিলেন ইমরান। এতে তিনটি গানে ইমরান নিজেও কণ্ঠ দিয়েছেন ঐশীর সঙ্গে। এরপর তারা আরও অনেক গানই করেছেন। তবে ক্রিকেটকেন্দ্রিক গানে এবারই দু’জনে প্রথম। জানান, সময়ের সফল শিল্পীদ্বয়।

ইমরান-ঐশীর গান ‘তুমি চোখ মেলে তাকালে’: 

/এমএম/