সংগীতশিল্পী মিহির নন্দী আর নেই

মিহির নন্দীস্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা খ্যাতিমান সংগীতজ্ঞ মিহির নন্দী শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন। শনিবার রাত ১২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি বৈশাখী টেলিভেশনের হেড অব নিউজ অশোক চৌধুরীর শ্বশুর।

আজ রবিবার (৭ মে) দুপুরে নগরীর বালুয়ার দিঘির পাড় অভয়মিত্র মহাশ্মশানে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টায় সর্বসাধরণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তার মৃত দেহ নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মিহির নন্দী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিহির নন্দী ১৯৪৫ সালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ষাটের দশক থেকে সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি, সংগীত সংগঠন আনন্দ ধ্বনির প্রতিষ্ঠাতা এবং উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন। সংগীতে অসামান্য অবদানের জন্যে গত বছর তাকে রাষ্ট্রীয় শিল্পকলা পদকে ভূষিত করা হয়।

/এফএস/

আরও পড়ুন- শুধু কাজ করলে হবে না, মানুষকে জানাতে হবে: জয়