রবীন্দ্র নাটকে নজরুলসংগীতশিল্পী

ফাতেমা তুজ জোহরা। নজরুলসংগীতে দেশের অন্যতম প্রধান শিল্পী। মাঝে মাঝে অভিনয়েও পাওয়া যায় তাকে। তবে এবার পাওয়া যাচ্ছে ভিন্ন আবহে। অভিনেত্রী হিসেবে এবার তাকে পাওয়া যাবে রবীন্দ্র জয়ন্তীর বিশেষ নাটকে।

নাটকের একটি দৃশ্যে ফাতেমা তুজ জোহরা ও শিমুনাটকের নাম ‘ঘাটের কথা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত এই নাটকে ফাতেমা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। এতে শিমুর মায়ের চরিত্রে দেখা যাবে এ নজরুলসংগীতশিল্পীকে।
নাটকে দেখা যাবে, আট বছর বয়সে কুসুমের বিয়ে হয়। স্বামী দূর শহরে চাকরি করেন। ফলে বছরে দু-চার বার ছুটি পান। কিন্তু কপালের ফের, এক বছর শেষ হতে না হতেই কুসুম বিধবা হয়ে আবার বাবার বাড়িতে ফিরে আসেন। এরপর কেটে যায় দশ বছর।
নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। এটি বাংলাভিশনে প্রচার হবে ৮ মে (সোমবার) রাত ৯টা ৫ মিনিটে।
/এম/এমএম/