ইউটিউবে শফিক তুহিনের কণ্ঠে ‘সুরের ধারা’

শফিক তুহিনের কণ্ঠে কবিগুরুর গান‘ছোটবেলায় অনেক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। তখন আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ি। তখন একটি প্রতিযোগিতায় আমি রবীন্দ্রসংগীত গেয়েছিলাম। দ্বিতীয় স্থানের পুরস্কারও পাই তখন। এরপর গানের জগতে আসার পর একটা ইচ্ছে ছিল, কবিগুরুর গান গাইব। একটু বিলম্বে হলেও সেটাই পূরণ হলো এবার। এবারই প্রথম আমার ভক্ত-শ্রোতাদের জন্য রবীন্দ্রসংগীত গাইলাম।’
ছোটবেলা ও বর্তমানের ইচ্ছের কথা এভাবেই বলছিলেন সংগীতশিল্পী শফিক তুহিন।
চলতি সপ্তাহে রবীন্দ্রসংগীত ‘সুরের ধারা’ গেয়েছেন তিনি। গানটির সংগীতায়োজন করেছেন রাফি। এবারের রবীন্দ্র জয়ন্তী (৮ মার্চ) উপলক্ষে গানটির অডিও-ভিডিও প্রকাশ করার মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শফিক তুহিন।
শফিক তুহিন জানালেন, সিএমভির ব্যানারে এরই মধ্যে গানটির অডিও ট্র্যাক প্রকাশ পেয়েছে জিপি মিউজিক ও রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ-এ। আর লিরিক ভিডিওটি প্রকাশ পেয়েছে ৭ মে সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে।
গানটির ইউটিউব লিংক: