‘শাকিব আই লাভ ইউ’

শাকিব খানসম্প্রতি রাতের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্তব্ধ এখন বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গন। ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শাকিব খান। দীর্ঘ দেড় যুগের অভিনয় জীবনে এমন হতবিহ্বল হতে দেখা যায়নি এ নায়ককে।
প্রায় এক দশক বাংলা চলচ্চিত্রের ভার একাই বহন করা এ চিত্রনায়ককে অনেকে ডাকেন কিং খান বলে। তার জনপ্রিয়তার চাদর ছড়িয়ে পড়েছে ওপার বাংলায়ও। তাই সেদিনের সে তীব্র তিক্ত অভিজ্ঞতার বিপরীত চিত্র এবার দেখা গেল সামাজিক মাধ্যমে।

সম্প্রতি একটি ভিডিও ফেসবুকের দেয়ালে দেয়ালে ঘুরছে। সেটিও রাতের আঁধারের ভিডিও। পার্থক্য একটাই, প্রিয় নায়ককে পাশ দিয়ে যেতে দেখে পশ্চিমবঙ্গের কিছু দর্শক সমস্বরে বলছেন ‘শাকিব আই লাভ ইউ’। প্রাণান্তর চেষ্টা করছেন একটু ছুঁয়ে দেখার।

ভিডিওটি দেখে বোঝা যায়, এটি গত বছরের কোনও এক সময়ের। যখন শাকিব খান ‘শিকারী’ ছবির প্রচারণায় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি শহর ঘুরেছেন। বিশেষ করে ভারতের আসামের ছোট্ট শহর বকোতে জাঁকালো একটি পরিবেশনা অংশ নিয়েছিলেন শাকিব। ভিডিওটিতে আরও দেখা যায়, দর্শক চাপ সামলাচ্ছেন বিএসএফ ও স্থানীয় পুলিশ। আর ভিনদেশি দশর্কের ভালোবাসায় সিক্ত হচ্ছেন শাকিব। 
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে:

/এমআই/এম