সংগীত ও নারী উন্নয়নের মডেল রুনা লায়লা

রুনা লায়লা/ ছবি: সাজ্জাদ হোসেনসংগীতে বিশেষ অবদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকেই বেশকিছু সম্মাননা ও পুরস্কার পেয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এবার তিনি সম্মাননা পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে।

‘ইন্সপায়ারিং ওমেন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্টারপ্রেনশিপ ইন দ্য গ্লোবাল ইকোসিস্টেম’ শীর্ষক একটি অনুষ্ঠান আগামী ২৫শে মে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। সেখানেই বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন রুনা লায়লা।
আয়োজকরা জানান, বাংলাদেশ, উপমহাদেশ তথা সারা বিশ্বে সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে রুনা লায়লা বলেন, ‘আমি সেখান থেকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছি। সংগীত এবং নারী উন্নয়নের মডেল হিসেবে আমাকে পুরস্কার দেয়া হচ্ছে। এজন্য অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’
রুনা আরও বলেন, ‘ভাবতে ভালো লাগছে এর মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারছি। আশা করছি ভালোভাবে অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফিরতে পারব।’
এদিকে রুনা লায়লা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন আন্তর্জাতিক অঙ্গণের বেশ কিছু শো নিয়ে।
/এমএম/