সুবীর নন্দীর প্রথম নজরুলসংগীতের অ্যালবাম

সুবীর নন্দী ও ছন্দা চক্রবর্তী‌‘১৯৬৭ সালে আমি ও আমার ভাই বাংলাদেশ বেতারে শিল্পী হিসেবে তালিকাভূক্ত হই। তখন কিন্তু নজরুলসংগীত ও আধুনিক গান গাইতাম। এরপর ৭০ দশকে নজরুলের গানের স্বরলিপিকেন্দ্রিক নানা কথা শুরু হয়। তখন থেকে আর সেভাবে নজরুলের গান গাইনি। আর নতুন যে অ্যালবামটি করলাম, এটা বলা যায় সেই পুরনো ভালোবাসা ও ঋণ শোধ করার প্রয়াস। ’
কথাগুলো বলছিলেন আধুনিক গানের অন্যতম শিল্পী সুবীর নন্দী। ২৪ মে এ গায়কের নজরুলসংগীতের অ্যালবাম আসছে। এতে তার সঙ্গে আছেন ছন্দা চক্রবর্ত্তী।
দ্বৈত নজরুলসংগীতের এ অ্যালবামের নাম ‘মোরা ছিনু একেলা’।
এদিন রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় অ্যালবামের মোড়ক উন্মোচন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গবেষক-অধ্যাপক রফিকুল ইসলাম, সংগীতজ্ঞ সুধীন দাস, খিলখিল কাজীসহ অনেকে।
এদিকে সুবীর নন্দী জানালেন, অ্যালবামের সমন্বয় করেছেন ছন্দা চক্রবর্ত্তী। এতে গান থাকছে ১০টি। সুধীন দাসের স্বরলিপিতে এর সংগীত করেছেন বদরুল আলম বকুল।সুবীর নন্দী। ছবি সংগৃহীত

/এম/