৫ বছর পর কণার ফেরা (ভিডিও)

দিলশাদ নাহার কণা/ ছবি: সাজ্জাদ হোসেন


২০১২ সালে নজরুলের ‘প্রিয় যাই যাই বলো না’ গানটির অডিও-ভিডিও প্রকাশ করে দারুণ চমকে দেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা।
ভিডিওতে তার বিপরীতে মডেল ছিলেন অভিনেতা নিরব। নির্মাণ করেছেন গাজী শুভ্র।
প্রচলিত রয়েছে, এ পর্যন্ত দেশের সবচেয়ে ব্যয়বহুল নজরুলসংগীতের ভিডিও এটি।
অনেকটা একই ধারা অব্যাহত রেখে প্রায় ৫ বছরের বিরতি নিয়ে আবারও নজরুলগীতির একটি ভিডিও নিয়ে হাজির হলেন কণা।
বৃহস্পতিবার (২৫ মে), নজরুলজয়ন্তী উপলক্ষে এটি প্রকাশ পেয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। 
বুধবার (২৪ মে) সন্ধ্যায় প্রকাশিত গানটির শিরোনাম ‘পরদেশী মেঘ’।
এটির সংগীতায়োজন করেছেন আমজাদ। আর ভিডিওটি নির্মাণ করেছেন আবিদ হাসান।
এতে মডেল হিসেবে কণার সঙ্গে অংশ নিয়েছেন তার সংগীত বন্ধুরা।
কণা বলেন, ‘এবারের গানটি অ্যাকুস্টিক সংগীতায়োজনে গাওয়া। আর ভিডিওটিও ছিমছাম। দর্শক-শ্রোতাদের কাছে এবারের গানটি বেশি ভালো লাগবে বলেই মনে হচ্ছে।’
প্রসঙ্গত, মূল পরিচিতি ও ব্যস্ততা আধুনিক গানে হলেও শৈশবে নজরুল একাডেমিতে লম্বা সময় পার করেছেন কণা।

গানটির ভিডিও:

/এমএম/