সাম্প্রতিক ধর্ষণ ইস্যু নিয়ে নাটক

নাটকের একটি দৃশ্যসম্প্রতি ঢাকা এবং এর আশপাশে বেশ কিছু ধর্ষণের ঘটনায় নড়েচড়ে বসে পুরো দেশ। আলোচিত এই ঘনটাগুলোর একটির ছায়া অবলম্বনে নির্মিত হল নাটক ‌‘আলো আসুক’।

গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করেছেন জয়ন্ত রোজারিও। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অশোক বেপারি, শাহরিয়ার ফেরদৌস সজীব, তাহমিনা ক্রিটিকা, সঞ্জয় রাজ প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, ঢাকার একটি প্রাইভেট সিকিউরিটি সার্ভিস কোম্পানিতে কাজ করেন রুনা। মুক্তিযোদ্ধা বাবা মেয়ের জন্য পাত্র দেখতে থাকেন। কিন্তু এদিকে নিজ অফিসেই ধর্ষণের শিকার হন রুনা। বিচার চেয়েও বিচার পায়না। অতঃপর বেছে নেন আত্মহত্যার নির্মম পথ।
কিন্তু মেয়ের বিচারের জন্য নতুন যুদ্ধে নামেন মুক্তিযোদ্ধা বাবা।
পরিচালক জানান, শিগগিরই এনটিভিতে নাটকটি প্রচার হবে।
/এমএম/