সালমানের ‘টিউবলাইট’ থেকে ১৯ মিনিট বাদ

ছবির দৃশ্যে সালমান খানসময় কমে গেলো সালমান খানের নতুন ছবি ‘টিউবলাইট’-এর দৈর্ঘ্য । ২ ঘণ্টা ৩৫ মিনিটের ছবির পরিসর এখন ২ ঘণ্টা ১৫ মিনিট।
তবে ঠিক কী কারণে ছবির ফুটেজ কমিয়ে ফেলা হলো, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, কবির খানের সিনেমা সাধরাণ ২ ঘণ্টার বেশি হয়। সালমানের সঙ্গে তার সর্বশেষ সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’ প্রায় ৩ ঘণ্টার ছিলো। কিন্তু ২ ঘণ্টা ৩৫ মিনেটর হওয়ার কথা থাকলেও ১৬ মিনিট কমিয়ে ফেলা হয়েছে ‘টিউবলাইট’-এ।’ ফলে এ সিনেমাটিই সাম্প্রতিক সালমানের সবচেয়ে কম দীর্ঘ ছবি। তার সর্বশেষ ‘সুলতান’ ছবিটিও ২ ঘণ্টা ৫০ মিনিটের ছিলো। এর আগে ‘বজরঙ্গি ভাইজান’ ছিলো ২ ঘণ্টা ৪৩ মিনিট আর ‘প্রেম রতন ধন পাইয়ো’ ছিলো ৩ ঘণ্টার।
‘টিউবলাইট’ ছবিটিতে সালমান খান ছাড়াও অভিনয় করেছেন সোহেল খান, চীনা অভিনেত্রী জু-জু, শিশু শিল্পী মতিন রায় টঙ্গু ও প্রয়াত অভিনেতা ওম পুরি। এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে। ছবিটি আগামী ২৩ জুন মুক্তি পাবে।
/এমএইচ/এম/