নচিকেতার গান থেকে নাটক

একটি দৃশ্যে দিনার ও মেহজাবিনবিষয়ভিত্তিক গানের অন্যতম জনপ্রিয় শিল্পী নচিকেতা। তার কথা-সুরে জনপ্রিয় অনেক গানের মধ্যে অন্যতম হলো ‘পেস মেকার’। আর এই গানের ছায়া অবলম্বনে একই নামে নির্মিত হলো একটি বিশেষ নাটক।

ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- ইন্তেখাব দিনার, মেহজাবিন চৌধুরী, অপর্ণা ঘোষ, জিয়াউল হাসান কিসলু প্রমুখ।
নির্মাতা রাফাত নাটকটির গল্প প্রসঙ্গে জানান, খাইরুল সাহেব প্রতিদিন নারায়নগঞ্জ থেকে মতিঝিলে আসেন ট্রেনে করে। বাবা, মা, স্ত্রী, সন্তান নিয়ে বেশ সাদামাটা একটা পরিবার। খাইরুল সাহেবের স্ত্রী নন্দিনী একটা মিউজিক স্কুলে গান শেখান। তাদের একমাত্র সন্তান অতুল।
অন্যদিকে মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী পারু প্রতিদিন নারায়নগঞ্জ থেকে ঢাকায় ট্রেনে যাতায়াত করেন। ট্রেনেই খাইরুলের সঙ্গে পরিচয় হয় পারুর। একদিন হঠাৎ করেই পারুর বয়ফ্রেন্ড পারুকে ছেড়ে চলে যায়। এরপর থেকে খাইরুল সাহেব পারুকে আর পান না। ফোন বন্ধ পাওয়া যায়। কী হলো মেয়েটার?

আর এই পারু মেয়েটার চরিত্রে মেহজাবিন চৌধুরী, খাইরুল চরিত্রে ইন্তেখাব দিনার এবং স্ত্রী নন্দিনী চরিত্রে অপর্ণা ঘোষ অভিনয় করেছেন।
‘পেসমেকার’ নাটকটি প্রচার হচ্ছে ২ জুলাই রাত ১১টা ১০ মিনিটে এনটিভিতে।
নচিকেতার ‘পেসমেকার’ গানটি শুনুন:

/এস/এমএম/