দেড় যুগে এনটিভি

এনটিভির বিশেষ লোগো২০০৩ সালে ৩ জুলাই ‘সময়ের সাথে আগামীর পথে’— এই স্লোগানে বাংলা ভাষা আর সংস্কৃতিকে ধারণ করে নতুন টেলিভিশন চ্যানেলের স্বপ্ন দেখাতেই জন্ম এনটিভির। আজ (সোমবার) প্রতিষ্ঠানটি ১৪ বছর পেরিয়ে ১৫-তে পা দিল।
দিবসটি উপলক্ষে সোমবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী পথচলায় দেশ ও বিদেশের অগণিত দর্শকের অকৃত্রিম ভালোবাসার কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এনটিভি পরিবারের পক্ষ থেকে কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা, শিল্পী, কলাকুশলী, সর্বস্তরের জনগণসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আধুনিক সম্প্রচার প্রযুক্তি নিয়ে যাত্রা শুরু এনটিভির। প্রযুক্তির বিস্ময়ের সঙ্গে এনটিভি খুব বেশি সময় নেয়নি দর্শকদের খোলা এক জানালার সঙ্গে পরিচয় করিয়ে দিতে।
প্রথমদিকে ৮ ঘণ্টা সম্প্রচার চালু থাকলেও মাত্র ৬ মাসের মাথায় এনটিভি শুরু করে ২৪ ঘণ্টার নিয়মিত সম্প্রচার।
দেশের সীমানা ছাড়িয়ে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়াসহ আফ্রিকার একটি বড় অংশে পৌঁছে গেছে এনটিভি। চ্যানেলটির স্টুডিও ও কার্যালয় রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভিকে বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।
/এম/