৬ মাসেই সেন্সর ছাড়পত্র



শুটিংস্পটে সুবর্ণাবাইশ ডিসেম্বর দু হাজার ষোল; ‘গহীন বালুচর’-এর যাত্রা শুরু। ঠিক ছ’মাস আট দিন পর ‌আনকাট সেন্সর সার্টিফিকেট হাতে এলো- ফেসবুকে কথাগুলো জানালেন দর্শকনন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
ছবিটির অন্যতম চরিত্রে আছেন তিনি। বদরুল আনাম সৌদ পরিচালিত এ ছবিটি রবিবার সকালে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
এদিকে দুপুরে ছবির পরিচালক বদরুল আনাম সৌদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এইমাত্র সেন্সর সনদ হাতে পেলাম। ভাবতে ভালো লাগছে, ছবিটি বিনা কর্তনে ও সবার প্রশংসা কুড়িয়েছে। এখন আমরা ছবিটির মুক্তির প্রস্তুতি নিচ্ছি।’
ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে।
সরকারি অনুদানে নির্মিত এই ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন নবাগত তিন জন। তারা হলেন তানভির, মুন ও নীলা। এতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, বন্যা মির্জা, ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন ও রুনা খান।

চরকেন্দ্রিক একটি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘গহীন বালুচর’ চলচ্চিত্রটি। ছবি কাজ শুরুর মাত্র ছয় মাসের মধ্যে এটি সেন্সর সনদ পেলো।গহীন বালুচর ছবির দৃশ্য

/এমআই/এম/