গানে একসঙ্গে সাফা-সিয়াম!

 

সাফা, মেহেদী ও সিয়ামগল্পটা সত্যি হোক আর মিথ্যে, কিন্তু সাফা কবির আর সিয়াম আহমেদ সত্যি সত্যিই প্রথমবারের মতো জুটি বাঁধলেন, তাও একটি গল্পনির্ভর মিউজিক ভিডিওতে। গানটির টাইটেলই ‘মিথ্যে গল্প’। গেয়েছেন কণ্ঠশিল্পী নাহিদ মেহেদী।
‘মিথ্যে গল্প’র কথা, সুর আর কম্পোজিশন করেছেন ভাইকিংস ব্যান্ডের সেতু চৌধুরী আর ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।
নিজের প্রথম মিউজিক ভিডিও প্রসঙ্গে সাফা বলেন, ‘‘ নাহিদ মেহেদী ভাই যখন তার গান ‘মিথ্যে গল্প’ গানটি শোনান এবং ভিডিওটি নির্মাণের গল্প বলেন, তখন এক সেকেন্ডও অপেক্ষা না করে আমি সম্মতি দিই। কিছু গানের কথা, সুর আর কম্পোজিশন এমন থাকে যে গানটার সাথেই ‘লাভ অ্যাট ফার্স্ট লিসেনিং’ হয়ে যায়। ‘মিথ্যে গল্পে’র ক্ষেত্রেও আমার ঠিক তেমনটাই হয়েছে। এছাড়া সিয়ামের সঙ্গে  এর আগে আমি কখনও জুটিও বাঁধিনি। আমি খুবই উচ্ছ্বসিত যে ‘মিথ্যে গল্প’ই আমার প্রথম সত্যিকারের মিউজিক্যাল ফিল্ম।’’
এদিকে অভিনেতা সিয়াম আহমেদ অবশ্য তার অনুভূতি ব্যক্ত করেন খানিকটা ভিন্নভাবে। তার মতে কখনও কখনও একটা নাটক, শর্টফিল্ম এর চাইতেও মিউজিক্যাল ভিডিওতে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং। সাফার সঙ্গে প্রথম একসাথে কাজ করার প্রতিটি মূহুর্ত দু'জনের জন্যই অনেক মজার ছিল বলে জানান তিনি।
ভিডিও নির্মাতা শাহরিয়ার পলক জানান, গাজীপুর আর ঢাকার বিভিন্ন লোকেশনে ইতিমধ্যেই শেষ হয়েছে ‘মিথ্যে গল্প’ এর শুটিং। সিনেমাটোগ্রাফিতে ছিলেন চিত্রগ্রাহক রাজু রাজ। 
গানের শিল্পী নাহিদ মেহেদী জানান, ২৭ জুলাই সন্ধ্যায় ‘মিথ্যে গল্প’ মিউজিক্যাল ভিডিওটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে। এর আগে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই পাওয়া যাবে গানটির সকল আপডেট।
উল্লেখ্য, এ বছর জানুয়ারিতে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারেই শিল্পী নাহিদ মেহেদীর ‘হারালো অজানায়’ শীর্ষক একটি মিউজিক্যাল ফিল্ম প্রকাশ পেয়েছিলো, যা দর্শক, শ্রোতা ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হয়। জিপি-মিউজিক অ্যাপ প্ল্যাটফর্মে মুক্তির এক সপ্তাহেই ‘হারালো অজানায়’ উঠে এসেছিল টপ চার্টে। পরবর্তীতে একই প্ল্যাটফর্মে তা উঠে আসে এক নম্বরে।


/এমআই/এম/