প্যারিসে নির্মিত ধারাবাহিক ‘প্যারিসের চিঠি’

ধারাবাহিকটির একটি দৃশ্যশিল্পীদের তীর্থস্থান হিসেবেখ্যাত ফ্রান্সের প্যারিসে নির্মিত হলো নতুন ধারাবাহিক ‘প্যারিসের চিঠি’। চ্যানেল আইয়ের জন্য এ ধারাবাহিকটি নির্মাণ করা হয়েছে।
ফারুক আহমেদের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন ‘লালটিপ’ ও ‘পরবাসিনী’ চলচ্চিত্রের নির্মাতা স্বপন আহমেদ।
এতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন নায়ক ইমন। এছাড়া আরও আছেন ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার হৃদি, সামিয়া অথৈ, আলভি, সোহেল খান, সাব্বির আহমেদ, এনাটল প্রমুখ।
আজ (২২ জুলাই) থেকে প্রতি শনি ও রবিবার রাত ৭টা ৫০ মিনিটে এটি প্রচার হবে।
এর গল্পে দেখা যাবে- শোভনের মামা প্যারিসে থাকেন। বন্ধুদের কাছে তাই তার আলাদা কদর। মামার পরামর্শে শোভন জীবনে সফল হতে চেষ্টা করে। মডেল, অভিনেতা, ক্রিকেটার ও সংগীতশিল্পী হতে গিয়ে সে বিফল হয়। বাধ্য হয়েই তার সাদেক মামা তাকে এক দালালের মাধ্যমে নিয়ে যায় প্যারিসে। প্যারিসে গিয়ে অবৈধ হয়ে যায় শোভন। মামার পরামর্শে বান্ধবী খুঁজতে থাকে। এমনই একসময়ে বাঙ্গালি এক মেয়ের প্রেমে পড়ে শোভন।ইমন ও সোহেল খান
/এম/