এশিয়ান টিভির প্রধান উপদেষ্টা জাহিদ হাসান

চেয়ারম্যান হারুন-অর-রশীদ ও প্রধান উপদেষ্টা জাহিদ হাসানজনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসানের দীর্ঘ সফল ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হলো। প্রথমবারের মতো তিনি কোনও টিভি চ্যানেলে যোগ দিলেন। হলেন এশিয়ান টিভির প্রধান উপদেষ্টা।

বুধবার (২৬ জুলাই) দুপুরে এশিয়ান টিভির কার্যালয়ে চ্যানেলটির চেয়ারম্যান হারুন-অর-রশীদ জাহিদ হাসানের হাতে এই দায়িত্ব অর্পণ করেন।
এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে জাহিদ হাসান বলেন, ‌‘আমাকে হারুন ভাই ডেকে আকস্মিকভাবে এই দায়িত্ব দিয়েছেন। এমনিতেই দেশের প্রায় প্রতিটি চ্যানেলের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে এবং চ্যানেল চালানোর মতো অভিজ্ঞতাও কম হয়নি। তবে এই দায়িত্বটি একেবারেই হঠাৎ করে নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা হিসেবে সবার সহযোগিতা নিয়ে আমি চ্যানেলটিতে কিছু পরিবর্তন আনার চেষ্টা করবো। তবে সেটি ঈদের আগে আর সম্ভব নয়। আমার সব পরিকল্পনা শুরু হবে ঈদের পরে। এর জন্য চ্যানেলের ভেতরে ও বাইরের সবার কাছে সর্বাত্মক সহযোগিতা চাই।’
এদিকে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করতে গিয়ে নিজের অভিনয় ও নির্মাণের সময় কমবে কিনা? জবাবে জাহিদ বলেন, ‘একদমই না। আমি তো সিইও না। উপদেষ্টাদের কাজ কিছু রোডম্যাপ তৈরি করে দেওয়া। আর মনিটরিং করা। আমি মাসে দুই দিন দুটো মিটিংয়ে সময় দিলেই পরিবর্তন সম্ভব। আমি তো আশাবাদী।’
/এস/এমএম/