দেশের প্রথম ‘পাঠাভিনয় উৎসব’


দেশের প্রথম ‘পাঠাভিনয় উৎসব’বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পাঠাভিনয় উৎসব’। লোক নাট্যদলের উদ্যোগে ২৮ ও ২৯ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে ১৬টি নাট্যদলের ১৬ নাটকের নির্বাচিত অংশ পাঠ করবেন থিয়েটার অঙ্গনের প্রবীণ ও নবীন শিল্পীরা।


২৮ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, নাট্যজন সারা যাকের এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লোক নাট্যদলের প্রতিষ্ঠাতা ও অধিকর্তা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উৎসবের প্রথম দিন (২৮ জুলাই) যে নাটকগুলো পাঠ করা হবে- লোক নাট্যদলের ‘হেলেন’, ঢাকা থিয়েটারের ‘হরগজ’, অনুশীলন নাট্যদলের ‘হত্যার শিল্পকলা’, আরণ্যক নাট্যদলের ‘দি জুবলী হোটেল’, রংপুর নাট্যকেন্দ্রের ‘মেরাজ ফকিরের মা’, নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশের ‘ক্রীতদাসের হাসি’, মণিপুরি থিয়েটারের ‘রুধিররঙ্গিণী’ এবং শব্দাবলী গ্রুপ থিয়েটারের ‘বধ্যভ‚ মিতে শেষ দৃশ্য’।
দ্বিতীয় দিনে (২৯ জুলাই) পাঠাভিনয় শুরু হবে সন্ধ্যা ৭টায়। ঐদিন থাকছে- বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘হ্যামলেট’, থিয়েটারের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, সময়-এর ‘শেষ সংলাপ’, প্রাচ্যনাটের ‘দি জু স্টোরি’, মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘নীলাখ্যান’, নাট্যচক্রের ‘মৃত্যুক্ষুধা’, ঢাকা পদাতিকের ‘কথা ৭১’ এবং নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘ওপেন কাপ্ল’।
/এস/এমএম/