এ সপ্তাহের ছবি: পিতা-পুত্রের ‘রাইয়ান’

সোহেল রানা ও রাইয়ানকিংবদন্তি অভিনেতা, প্রযোজক, নির্মাতা সোহেল রানা। তার একমাত্র পুত্র মাশরুর পারভেজ ওরফে ইউল রাইয়ান। পিতার পথ ধরে পুত্রও নিজেকে জড়িয়েছেন রূপালি অধ্যায়ে, নির্মাণে-অভিনয়ে।
নতুন খবর হলো, পুত্র এবার স্বনামে নির্মাণ করেছেন একটি সিনেমা। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পিতা সোহেল রানাকে। অভিনয় করেছেন রাইয়ান নিজেও। ‘রাইয়ান’ নামের এই বিশেষ ছবিটি আজ (১১ আগস্ট) মুক্তি পেয়েছে। ছবিটি প্রযোজনা করছেন মাসুদ পারভেজ।
পুত্রের পরিচালনায় অভিনয় প্রসঙ্গে সোহেল রানা বলেন, ‘আমাকে পুরো ছবির গল্প বলেনি। আমার অংশের স্ক্রিপ্ট দিয়েছে, আমি অভিনয় করেছি। এখনও পুরো ছবিটি আমি দেখিনি। তবে তার প্রতি আমরা ভরসা আছে। আশা করছি ভালো কিছুই হবে।’
এদিকে ছবির নির্মাতা ও মূল অভিনেতা রাইয়ান বলেন, ‘সিনেমা শিল্পের একজন সংগ্রামী গল্প লেখকের কর্মজীবনের প্রতিটি পদক্ষেপের নানা প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছে এতে।’
সোহেল রানা, রাইয়ান ছাড়াও এতে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা, ফারুক আহমেদ প্রমুখ।

/এমএম/