কবিতা থেকে স্বল্পদৈর্ঘ্য ‘জল ও পানি’

‘জল ও পানি’র একটি দৃশ্যকবি-নির্মাতা মাসুদ পথিকের কবিতা অবলম্বনে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জল ও পানি’। সম্প্রতি বরিশালের বিভিন্ন গ্রামে এর চিত্রগ্রণের কাজ শেষ হয়েছে। এটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি।
চলচ্চিত্রটি প্রসঙ্গে বয়াতি বলেন, ‌‘আমি এই চলচ্চিত্রটিতে কবিতার মতো সহজ কিন্তু কাব্যিক চিত্র উপস্থাপন করতে চেয়েছি। চেষ্টা করেছি মানুষের মধ্যে সাম্প্রদায়িক মানসিকতা যে কতো গভীর তা বোঝানোর। আশাকরি দর্শক চলচ্চিত্রটি দেখে আশাহত হবেন না।’
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পিরাজ, নুসরাত জেরি, বদরুদ্দোজা, আ মা ম হাসানুজ্জামান, নিলুফার ওয়াহিদ ও মাষ্টার আপন। শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন আদনান রুশদি ও নাদিয়া ডোরা। সম্পাদনা, শব্দগ্রহণ ও আবহসংগীত শেষ করে চলচ্চিত্রটি বিভিন্ন উৎসবে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে।
/এমএম/