মনেপ্রাণে এখনও আমি সাধারণ মানুষ: সালমান

 

সালমান খানসালমান খানের ‘টিউবলাইট’ চলতি বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার হয় কিনা সেদিকে কৌতূহল ছিল সবার। কিন্তু সে আশায় গুড়েবালি! দর্শকদের প্রত্যাশা মোটেও মেটাতে পারেনি ছবিটি।
শুধু তাই নয়, ৫১ বছর বয়সী এই অভিনেতা ‘টিউবলাইট’-এ নিজের জীবনের সেরা অভিনয় করেছেন বলেও ধারণা করা হচ্ছিল। কিন্তু কীসের কী! ছবিটি উল্টো তার ভক্তদের মধ্যেও হতাশার জন্ম দিয়েছে।
অবশ্য বক্স অফিসের ব্যর্থতাকে মেনে নিচ্ছেন সালমান খান। ভারতের একটি দৈনিকের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন তিনি। তার ভাষ্য, ‘মানুষ আমাকে যেরকম সুপারস্টার বানিয়েছে, নিজেকে আমি কখনও তা ভাবিনি। মনেপ্রাণে এখনও আমি সাধারণ একজন মানুষ।’
খ্যাতি পাওয়ার পর যারা বদলে যায় সেইসব তারকা টিকে থাকেন না বলে মন্তব্য করেছেন সল্লু। এ প্রসঙ্গে তার কথা, ‘এমন অনেক অভিনেতা আছেন যারা আত্মসন্তুষ্টিতে ভোগেন। নিজেরা যা করেন সবই সঠিক মনে হয় তাদের কাছে। এটা খুবই খারাপ।’
অহংকারী তারকাদের সতর্ক করে পরামর্শ দিয়েছেন সালমান। তিনি বললেন, ‘কে কোন অবস্থানে আছে সেটা বড় কথা নয়, প্রত্যেক অভিনয়শিল্পীকেই নিজের প্রথম ছবির মতো সব কাজ করা উচিত। প্রতিটি শটে ওই আন্তরিকতা থাকা চাই। ভালো করার দিকেই শুধু মনোযোগটা ধরে রাখতে হবে। যদি কেউ সাফল্যকে নিশ্চিত ধরে নেন, তাহলে তার খ্যাতি ঝরে যেতে খুব একটা সময় লাগবে না।’
সালমান খান এখন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এতে তার বিপরীতে পাঁচ বছর পর জুটি বেঁধেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আলি আব্বাস জাফর পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ডিসেম্বরে। প্রযোজনায় যশরাজ ফিল্মস। এটি হলো ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল। আগেরটি পরিচালনা করেন কবির খান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/এম/