গান আর নাটকে নজরুল-বন্দনা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণবার্ষিকী আজ (২৭ আগস্ট)। প্রেম-দ্রোহ-বিদ্রোহের এ কবিকে শ্রদ্ধা নিবেদন করে দেশের টিভি চ্যানেলগুলোর আজকের আয়োজনে থাকছে বিশেষ কয়েকটি অনুষ্ঠান।

‘ধূমকেতু’ নাটকে আফরান নিশো ও তানভীন সুইটি (ছবি: সংগৃহীত)ধূমকেতু
এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ধূমকেতু’। কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গানের অনুপ্রেরণায় এর নাট্যরূপ দিয়েছেন সারোয়ার রেজা জিমি। পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে তানভীন সুইটি, আফরান নিশো, নিশা, দিলারা জামান, এ কে আজাদ সেতু প্রমুখ।

আমারে দেবো না ভুলিতে
মাছরাঙা টেলিভিশন রাত ১১টায় রয়েছে ‘আমারে দেবো না ভুলিতে’। জয়ন্ত চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় এতে গাইবেন নজরুলসংগীত শিল্পী সালাহউদ্দিন আহমেদ ও প্রিয়াংকা গোপ। আবৃত্তি করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়।

আমার আপনার চেয়ে আপন যেজন
চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে জাতীয় কবির চারটি গানের ভিডিওচিত্র নিয়ে সাজানো ‘আমার আপনার চেয়ে আপন যেজন’। এগুলো নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন, কাজী হায়াৎ, সোহানুর রহমান সোহান ও মতিন রহমান। গানগুলো গেয়েছেন নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা। পরিচালনায় অনন্যা রুমা।

না মিটিতে সাধ মোর
বাংলাভিশনে বিকাল ৫টা ২৫ মিনিটে থাকছে ‘না মিটিতে সাধ মোর’। এ আয়োজনেও গাইবেন ফেরদৌস আরা। প্রযোজনায় নাহিদ আহমেদ বিপ্লব।
অঞ্জলি লহ সংগীতে

একুশে টেলিভিশনে রাত ১০টায় প্রচার হবে অনুষ্ঠানটি। এতে গানের সঙ্গে থাকছে আবৃত্তি। শারমিন লাকীর উপস্থাপনায় অনুষ্ঠানে গাইবেন পুতুল ও কমলিকা চক্রবর্তী। আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও শারমিন লাকী।