ঈদ আনন্দ প্রিন্স মাহমুদের সুরে...

ঈদ আনন্দে প্রিন্স মাহমুদের সুর না থাকলে কেমন যেন বেসুরো লাগে! ক্যাসেট ও সিডি প্রকাশের যুগে তার সুর-সংগীতে মিশ্র কিংবা দ্বৈত অ্যালবামই ছিল সংগীতানুরাগীদের ঈদ উপহার। সুখবর হলো, এবারের কোরবানির ঈদেও থাকছে তার সুরের ছোঁয়া।

প্রিন্স মাহমুদ (ছবি: সাজ্জাদ হোসেন)বাংলা গানের নন্দিত কারিগর প্রিন্স মাহমুদের কথা ও সুরে নতুন অ্যালবাম ‘ভূমিপুত্র’-এর প্রথম গান ‘একাকীত্ব’র লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে। এটি গেয়েছেন মিনার রহমান। এর সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ১০টায় জি-সিরিজের ইউটিউব চ্যানেল থেকে অবমুক্ত হয় ‘একাকীত্ব’।

‘একাকীত্ব’র  প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বললেন, “২০১৬ সালে তাহসান ও কণার গাওয়া ‘আমার ছিপ নৌকোয় এসো’ বেশ প্রশংসিত হয়েছিল। আশা করছি, ‘একাকীত্ব’ও সবার পছন্দ হবে।”

শুনুন ‘একাকীত্ব’: 

‘একাকীত্ব’ গানের কথা
একাকীত্বের কোনও মানে নেই,
কোনও মানে নেই,
নিরব চিত্তে গান নেই,
কোনও গান নেই।
হলদে বাতাসে ওড়ে খসে পড়া পাখির পালক।
স্মৃতি জাল হাতড়ে মরে,
কোনও এক বিষণ্ন বালক।
আজ সে কোথায় আছে?
কোন সে রঙের শহর?
সেখানে কি রাত গাঢ় রাত হয়?
নেমে আসে কাকভোর?
কাটাছেড়া গাঢ় রাতের আলাপন,
তবে প্রস্থান কেন এমন?
বিনিদ্র ক্ষণ সঙ্গী যখন।
এ কোন জীবন? এ কোন জীবন?
বদলে গেছে...