ঊর্মিলা পুলিশ নাকি অন্য কেউ?

ঊর্মিলা শ্রাবন্তী কর (ছবি: সংগৃহীত)সবুজ শাড়ি। চোখে রোদচশমা। মাথায় পুলিশের টুপি। হাতে পিস্তল। ট্রিগারে আঙুল। মেয়েটি কে? একঝটকায় দেখে চেনার উপায় নেই। এই তরুণী হলেন ঊর্মিলা শ্রাবন্তী কর। তার এই সাজগোজ অভিনয়ের জন্যই। নাটকের নাম ‘তাইলে সেই কথাই রইলো’। এতে তার চরিত্র কি পুলিশ? নাকি অন্যকিছু? 

ঊর্মিলা বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এক পুলিশ কর্মকর্তাকে তারই পোশাক পরে ভড়কে দেই। এখানে আমার চরিত্রটি অনেক মজার। সে কখন কোন রূপে আসবে তা বলা মুশকিল! গল্পের পরতে পরতে নানা চমক আছে। দর্শকরা এ নাটক দেখে সৃজনশীল হাসির খোরাক পাবেন। বলা যায় হাসতে হাসতে সবার পেটে খিল ধরে যাবে।’
‘তাইলে সেই কথাই রইলো’ হলো ‘অস্থির সময়ে স্বস্তির গল্প’ সিরিজের কাজ। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।
গল্পটি লিখেছেন অনম বিশ্বাস ও নাজমুল নবীন। তাদের সঙ্গে চিত্রনাট্য সাজিয়েছেন আদনান আদিব খান, আশরাফুল আলম শাওন ও সিদ্দিক। জিটিভিতে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় দেখানো হবে নাটকটি। 
এদিকে ঈদ আয়োজনে মঙ্গলবার মাছরাঙা টেলিভিশনে আছে ঊর্মিলার দুটি নাটক। রাত ৯টায় থাকছে ‘বিন্দু ও বৃত্ত’ (ইরফান সাজ্জাদ, নাদিয়া খানম) এবং রাত সাড়ে ১০টায় রয়েছে ‘ফানি ভিডিও’ (মিশু সাব্বির, শবনম ফারিয়া)।