বৃষ্টি নিয়ে জনপ্রিয় ৫ গান

রুনা লায়লা, নিয়াজ মোহাম্মদ চৌধুরী ও সাবিনা ইয়াসমিনমনের কথা কিংবা অনুভূতি প্রকাশে লেখকরা বরাবরই প্রকৃতির সহায়তা নিয়ে থাকেন। গীতিকবিতায় তা উঠে আসে আরও বেশি করে। তাই বৃষ্টি নিয়ে জনপ্রিয় গানের তালিকা কম দীর্ঘ নয়। আজকের আয়োজনে থাকছে বৃষ্টি নিয়ে তেমন জনপ্রিয় পাঁচটি গান। শুনতে পারেন বৃষ্টিভেজা দিনে।

* আজ এই বৃষ্টির কান্না দেখে

আশির দশকে প্রকাশিত নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া গানটি লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী, সুর করেছেন লাকী আখন্দ।


* এই বৃষ্টি ভেজা রাতে

আশির দশকে মুক্তি পাওয়া ‘নরম গরম’ ছবিতে রুনা লায়লার গাওয়া এই গানে ঠোঁট মেলান অঞ্জু ঘোষ। এর কথা লিখেছেন আহমেদ জামান চৌধুরী, সুর করেছেন সুবল দাস।


* বরষার প্রথম দিনে



২০০০ সালে মুক্তি পাওয়া হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’ ছবির তারই লেখা গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন। এর সুর ও সংগীত পরিচালনা করেন মকসুদ জামিল মিন্টু।


* আমি বৃষ্টির কাছ থেকে


সত্তর দশকে সুবীর নন্দীর গাওয়া গানটি লিখেছিলেন গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন দেবু ভট্টাচার্য্য।


* বৃষ্টি


২০০০ সালে প্রকাশিত দলছুটের ‘হৃদয়পুর’ অ্যালবামের এ গানটি গেয়েছেন ও সুর করেছেন বাপ্পা মজুমদার। লিখেছেন শেখ রানা।