ভক্তদেরও চিঠি লিখতেন সালমান শাহ্!

সালমান শাহ্ এবং ভক্তকে লেখা তার চিঠি ও চিরকুটদেশীয় চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহ্’ তার স্বল্প সময়ের ক্যারিয়ারে অর্জন করেছিলেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। তাই তার ব্যস্ততাও ছিল অনেক। তবে এর মধ্যেও তিনি ভক্তদের নিয়ে ভাবতেন। স্বজন ছাড়া চিঠি লিখতেন ভক্তদের জন্যও! এবার তারই একটি নমুনা পাওয়া গেলো।

সালমানের কাছে চিঠি লিখে উত্তর পাওয়ার দাবি করেছেন গাইবান্ধার জেসমিন ইথেন নামের এক ভক্ত। ‘কেয়ামত থেকে কেয়ামত’ তারকার লেখা চিঠি চাউর হয়েছে অন্তর্জালে তারই একটি ফ্যানক্লাবের মাধ্যমে।

সালমান শাহ্ স্মৃতি সংসদ নামের ওই ফেসবুক পেজটিও এ চিঠির সত্যতা আছে বলে দাবি করেছে। পেজটির অ্যাডমিন মাসুদ রানা নকীব বাংলা ট্রিবিউনকে বৃহস্পতিবার বিকালে বলেছেন, ‘চিঠিটি সালমান শাহ্’র লেখা। আমরা দীর্ঘদিন ধরে প্রিয় নায়কের বিভিন্ন তথ্য ও স্মৃতি সংগ্রহ করছি। আমাদের সংগ্রহশালার অনেক কিছু এসেছে জেসমিন ইথেনের কাছ থেকে। তার পাঠানো চিঠি বিএফডিসির কর্মকর্তা মাসুমের মাধ্যমে পেয়ে উত্তর দিয়েছিলেন সালমান শাহ্। জেসমিনের দুলাভাই চিত্র পরিচালক খন্দকার সুমন আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন।’

ভক্তের চিঠির উত্তরে সালমান শাহ্ নোটপ্যাডের একটি পাতা ও দুটি ছোট চিরকুটে উত্তর দেন। এতে তিনি লিখেছেন—

ভক্তকে এই চিঠি ও দুটি চিরকুট লিখে পাঠিয়েছিলেন সালমান শাহ‘স্নেহের ইথেন, আমার অনেক ভালোবাসা ও স্নেহশীষ নিও। তোমার চিঠি অনেক আগেই পেয়েছি। কিন্তু অসম্ভব ব্যস্ততার কারণে উত্তর দিতে সামান্য দেরি হয়েছে বলে আমি দুঃখিত। মাসুম ভাইয়ের কাছে তোমার কথা অনেক শুনেছি। তোমার মতো একজন ভক্ত আমার আছে জেনে সত্যি খুব আনন্দ পাই। এবং মনে মনে খুব গর্বও বোধ করি। তোমাদের মতো অসংখ্য ভক্তদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা। তোমাদের এই ভালোবাসা আমৃত্যু আমার সঙ্গে থাকে। এই দোয়াই বিধাতার কাছে করি।’

অন্য চিরকুটের একটিতে ইংরেজিতে শুভেচ্ছা ও অন্যটিতে তার কাছে চিঠি লেখার ঠিকানা জানান সালমান শাহ্।