মিয়ানমারে গণহত্যা বন্ধে বিশ্বকে দাঁড়াতে হবে এককাতারে: শাবানা আজমি

শাবানা আজমিমিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতা রূপ নিয়েছে গণহত্যায়। এই বর্বরতা বন্ধে বিশ্বকে একত্র হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় অভিনেত্রী-সমাজকর্মী শাবানা আজমি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ে এক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শাবানা মনে করেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে মনোযোগ আকর্ষণের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দেওয়া উচিত বিশ্বনেতাদের। নিজ দেশের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের সঙ্গে যা হয়েছে ও হচ্ছে তা ঠিক হয়নি। এটা গণহত্যার শামিল। এই বর্বরতা প্রতিরোধে সারাবিশ্বকে এক কাতারে দাঁড়াতে হবে।’

৬৭ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেত্রী আরও জানান, রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তারা একটি দীর্ঘ চিঠি দিয়েছেন। এতে তার পাশাপাশি স্বাক্ষর করেছেন কয়েকজন শিল্পী। তিনি বললেন, ‘এমন কঠিন সময়ে রোহিঙ্গাদের মধ্যে সাহস সঞ্চার করা আমাদের দায়িত্ব।’

শাবানা আজমিমিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সংকট সমাধানে অবিলম্বে পদক্ষেপ নিতে নোবেল জয়ী ১২ জন ও বিশ্বের খ্যাতিমান ১৮ জন ব্যক্তিত্বের একটি দল সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে খোলা চিঠি পাঠিয়েছে।

রোহিঙ্গারা হলেন মিয়ানমারের পশ্চিমাঞ্চলে সংখ্যালঘু মুসলমান। গ্রামে সেনাবাহিনীর তাণ্ডবের পর ঘরবাড়ি ছেড়ে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া