দুর্গাপূজায় কলকাতার শাওলীকে নিয়ে বাপ্পা

বাপ্পা মজুমদার ও শাওলী মুখার্জি (ছবি: সংগৃহীত)শারদীয় দুর্গাপূজার উপহার হিসেবে শ্রোতাদের কাছে নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। এর শিরোনাম ‘আহারে’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার কণ্ঠশিল্পী শাওলী মুখার্জি।

গানটির কথা এমন— ‘কাগজের নৌকো জলেতে ভাসিয়ে/ঢেউয়ের কাব্য শিখাও/গোধূলি বিকালে ক্লান্ত আলোতে কপোলে দৃশ্য সাজাও’। এটি লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সংগীতায়োজনে ওপার বাংলার অম্লান চক্রবর্তী।

আগামী ২৬ সেপ্টেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘আহারে’ গানের মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন তামিম মৃধা, সৌভিক, শামীম হাসান সরকার, পারসা ইভানা, সুপ্রিয়া প্রতিভা ও স্বপ্নীল তাজরিয়ান। এটি নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ।

গানটির ভিডিওতে বাপ্পাকেও দেখা যাবে। তিনি বলেছেন, ‘এ গানটি আমার ও শাওলীর পছন্দের। সুন্দর কথা আর সুরের গানটির অডিও-ভিডিও দুটোই সবার ভালো লাগার মতো।’