সেরা দশ: এখান থেকেই মিস ওয়ার্ল্ড-এ যাবেন একজন

সেরা দশ প্রতিযোগী। ছবি- সংগৃহীতচলতি বছর চীনে শুরু হচ্ছে ৬৭তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। বিশ্বসন্দুরীদের এ আসরে এবার দেখা যাবে বাংলাদেশের মেয়েকেও। তাই চলছে ‌‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচন।
ইতোমধ্যে সেরা ১০ জন প্রতিযোগীকে চূড়ান্ত করা হয়েছে। তাদের মধ্যে থেকে একজন যাবেন ‌বিশ্বসন্দুরী প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় টিকে থাকা শীর্ষ দশ প্রতিযোগী হচ্ছেন-
রুকাইয়া জাহান চমক, জান্নাতুল নাঈম অভ্রিল, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা, জান্নাতুল সুমাইয়া হিমি ও জেসিকা ইসলাম।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সমন্বয় করছে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট।
প্রতিষ্ঠান দুটি জানায়, ২৬-২৮ সেপ্টেম্বর পর্যন্ত গ্র্যান্ড গালা রাউন্ড এবং ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। পর্বগুলো প্রচার করছে এনটিভি। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় গালা রাউন্ড প্রচার হবে। অনুষ্ঠানের উপস্থাপনা করছেন ভারতীয় মডেল ও উপস্থাপিকা শিনা চৌহান।সেরা দশ প্রতিযোগীর সঙ্গে শিনা চৌহান। ছবি- সংগৃহীত