বাবা-মেয়ের প্রথম যুগলবন্দি

পূজা সেনগুপ্ত ও মনোজ সেনগুপ্তএকসময়ের জনপ্রিয় অভিনেতা মনোজ সেনগুপ্ত ও নতুন প্রজন্মের নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত সংস্কৃতি অঙ্গনে কাজ করলেও একসঙ্গে কখনও হাজির হননি কোনও আয়োজনে। প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় একফ্রেমে দেখা যাবে বাবা-মেয়েকে। 

দুর্গাপূজা উপলক্ষে একাত্তর টেলিভিশনের ‘আনন্দযোগ’ অনুষ্ঠানে অংশ নেবেন মনোজ সেনগুপ্ত ও পূজা। দুর্গোৎসব আর বাবা ও মেয়ের সম্পর্ক নিয়ে আড্ডা দেবেন তারা। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টা ২০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে এ আয়োজন।
এদিকে ভিয়েতনামে আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশ নিয়ে ফিরেছেন পূজার দল তুরঙ্গমী রেপার্টরী ড্যান্স থিয়েটার। তাদের প্রযোজনা ‘অনামিকা সাগরকন্যা’ ভিয়েতনাম সরকারের সংস্কৃতি, যুব ও পর্যটন মন্ত্রনালয়ের আয়োজনে নিন বিন শহরে মঞ্চস্থ হয়। 
এর আগে ২০১৪ সালে ব্যাংকক ইফ ফেস্টিভ্যাল অব পারফর্মেন্স আর্টসে সরাসরি প্রতিযোগিতা করে নির্বাচিত হয়েছিল ‘অনামিকা সাগরকন্যা’। দেশ-বিদেশে বিভিন্ন আয়োজনে এ পর্যন্ত এর ১২টি মঞ্চায়ন হয়েছে। প্রযোজনাটির মূল ভাবনা, পাণ্ডুলিপি, নৃত্য পরিচালনা ও নির্দেশনায় পূজা সেনগুপ্ত।