মিস ওয়ার্ল্ড বাংলাদেশ: নাম ভুলের ব্যাখ্যা দিলেন আয়োজকরা



হিমিকা ও এভ্রিলমিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে জান্নাতুল সুমাইয়া হিমিকে বিজয়ী ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই আয়োজকরা জানান, তিনি হয়েছেন দ্বিতীয় রানারআপ!
পরে জান্নাতুল নাঈম এভ্রিলকে বিজয়ী ঘোষণা করা হয়। মঞ্চজুড়ে তখন নীরবতা! 

২৯ সেপ্টম্বর রাতে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় এমন বড় ভুল করেন আয়োজকরা। অনুষ্ঠানটির আয়োজক হিসেবে আছে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট।নতুনভাবে নাম ঘোষণা করছেন স্বপন চৌধুরী। ছবি- সাজ্জাদ হোসেন
কী ঘটেছিল সে রাতে- সে ঘটনার পর লিখিত একটি বিবৃতি দিয়েছে আয়োজকরা। অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী মনে করেন পরে ঘোষিত নামই চূড়ান্ত ফল, এখানে বিভ্রান্তির কোনও সুযোগ নেই। এমনটি এরকম ভুল অস্কারের মতো আসরেও হয়।

ভুল প্রসঙ্গে স্বপন চৌধুরীর ভাষ্য, ‘‘আসলে দুজনের নামেই আছে ‘জান্নাতুল’ শব্দ। নাম প্রায় একই হয়ে যাওয়াতে সমস্যাটা হয়েছে। লাইভ টেলিকাস্টের কারণে আমরা হুট করেই জানতে পারি- আমাদের হাতে মাত্র কয়েক মিনিট সময় রয়েছে। তখন তাড়াহুড়ো করতে হয়েছে। ভারতীয় উপস্থাপিকা শিনা চৌহান ঠিকঠাক সব চালিয়ে নিলেও মূল নাম উপস্থাপন করতে গিয়ে ভুল করে ফেলেছেন। এমন ভুল অস্কারের মতো আসরেও হয়। এরপরও আমরা এ ধরনের ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।’’
শুধু অস্কারই নয়, এর আগে ২০১৫ মিস ইউনিভার্সেও এমন কাণ্ড হয়।নিজের নাম শোনার পর এভ্রিলের অভিব্যক্তি ছবি- সাজ্জাদ হোসেন
উল্লে­খ্য উপস্থাপিকা শিনা চৌহান প্রথমে জান্নাতুল সুমাইয়ার নাম ঘোষণা করেন। পরবর্তীতে বিজয়ী জানানো হয় জান্নাতুল নাঈমের নাম।

এ প্রসঙ্গে সহআয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মেহেদি হাসান জানান, ‘একই তাড়াহুড়োর কারণে বিজয়ীদের হাতে অন্যান্য পুরস্কার তুলে দেওয়া যায়নি। লাইভ টেলিকাস্ট টাইমের হেরফের সব উলটপালট করে দিয়েছে। সেজন্য আমরা পোস্ট প্রোগ্রাম প্রাইজ গিভিং ডে-এর আয়োজন করছি। সেখানে সবার হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি সবাইকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুর ও পরবর্তী পরিকল্পনার ঘোষণাটিও আসবে।’

চূড়ান্ত পর্বে বিজয়ী ঘোষণা নিয়ে নাটকীয়তা শেষে ভুল শোধরানোর পর জান্নাতুল নাঈমের মাথায় মুকুট পরিয়ে দেন বিবি রাসেল। ফলে তিনিই যাচ্ছেন চীনে। বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে ৬৭তম মিস ওয়ার্ল্ড হওয়ার জন্য লড়বেন এই সুন্দরী।এভ্রিনকে মুকুট পরিয়ে দিচ্ছেন বিবি রাসেল। ছবি- সাজ্জাদ হোসেন

বাংলাদেশ থেকে সবশেষ ২০০১ সালের ১৬ নভেম্বর ৫১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাবাসসুম ফেরদৌস শাওন। ওইবার এ আসর বসেছিল দক্ষিণ আফ্রিকার সান সিটিতে। ১৯৯৪ সালে প্রথম মিস বাংলাদেশ অংশ নেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়। তিনি ছিলেন আনিকা তাহের। এরপর ইয়াসমিন বিলকিস সাথী (১৯৯৫), রেহনুমা দিলরুবা চিত্রা (১৯৯৬), শায়লা সিমি (১৯৯৮), তানিয়া রহমান তন্বী (১৯৯৯) ও সোনিয়া গাজী (২০০০) মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশর প্রতিনিধিত্ব করেছিলেন।