গাড়িচালকদের সচেতন রাখছে সুইফটের গান!

টেলর সুইফটগাড়ি চালানোর সময় মোবাইল ফোনে তাকালে ঘটে যায় বড় ধরনের দুর্ঘটনা। এই প্রবণতা বন্ধের জন্য ব্যবহার করা হচ্ছে মার্কিন গায়িকা টেলর সুইফটের নতুন গানের কথা। যুক্তরাষ্ট্রের আইওয়া সড়কের ওভারহেড বোর্ডগুলোতে এখন শোভা পাচ্ছে এমন নির্দেশনা— ‘ওল্ড টেলর কান্ট কাম টু দ্য ফোন রাইট নাউ...শি’জ ড্রাইভিং’।

আইওয়া সড়কের ওভারহেড বোর্ডে টেলর সুইফটের গানের কথা২৭ বছর বয়সী এই গায়িকার গাওয়া ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ গানের একটি লাইন এমন— আই’ম সরি, দ্য ওল্ড টেলর কান্ট কাম টু দ্য ফোন রাইট নাউ... হোয়াই? কজ শি’জ ডেড। সড়ক দুর্ঘটনায় মৃত্যু প্রতিরোধে গানটির এসব লাইন বেছে নিয়েছে আইওয়া পরিবহন বিভাগ।
আইওয়া রাজ্যে প্রতি সোমবার নতুন নতুন থিমের মাধ্যমে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে গাড়িচালকদের উৎসাহিত করা হয়। চালকদের মনোযোগ আকর্ষণের জন্য ১৮টি অক্ষরে তিন লাইনে উল্লেখ থাকে বার্তাগুলো।
২০১৬ সালে মিসৌরি ও মিসিসিপি নদী ঘেঁষে থাকা আইওয়া সড়কে দুর্ঘটনায় ৪০৪ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা কমাতে ‘জিরো ফ্যাটালিটিস’ শীর্ষক প্রচারণা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওভারহেড নির্দেশনাগুলোতে সাধারণত রাস্তা বন্ধ ও ট্রাফিক জ্যাম সম্পর্কিত তথ্য দেওয়া হয়।
‘লুক হোয়াট ইউ মেড মি ডু’র মিউজিক ভিডিও ইউটিউবে দেখা হয়েছে ৫০ কোটি বারেরও বেশি। এটি হলো সুইফটের নতুন একক অ্যালবাম ‘রেপুটেশন’-এর সিঙ্গেল। পুরো অ্যালবাম বাজারে আসবে আগামী মাসে। 
সূত্র: বিবিসি


* দেখুন ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ গানের ভিডিও: 

 

আরও পড়ুন-
টেলর সুইফটের বিশ্বরেকর্ড!