‘গহীন বালুচর’ নিয়ে উচ্ছ্বসিত সাকিব!

(বাঁ থেকে) জান্নাতুন নূর মুন, বদরুল আনাম সৌদ, সুবর্ণা মুস্তাফা, আবু হুরায়রা তানভির ও নীলাঞ্জনা নীলা/ ছবি: সাজ্জাদ হোসেন)বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ ছবিটি নিয়ে উচ্ছ্বসিত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক ভিডিও বার্তায় তিনি সরকারি অনুদানে নির্মিত ছবিটির জন্য শুভকামনা জানিয়েছেন। মুক্তির পর এটি হলে গিয়ে দেখার আহ্বানও জানালেন তিনি।

সাকিব বলেছেন, ‘গহীন বালুচর-এর জন্য শুভকামনা। যারা এ ছবিতে কাজ করেছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আমি ছবিটির ট্রেলার দেখেছি। আশা করি খুবই ভালো একটি ছবি হবে। আমি খুব উচ্ছ্বসিত। আমি নিশ্চিত আপনারা সবাই হলে গিয়ে এই ছবি দেখবেন।’
জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় আগামী ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘গহীন বালুচর’। এ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তিন নবীন অভিনয়শিল্পী তানভীর, নীলাঞ্জনা নীলা ও জান্নাতুন নূর মুনের। অন্যদিকে নাট্য নির্মাতা বদরুল আনাম সৌদেরও এটি প্রথম সিনেমা।

 


তিন নবাগতা ছাড়াও এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, জিতু আহসান, ফজলুর রহমান বাবু, রুনা খান, শাহাদাত হোসেন প্রমুখ। সংগীত পরিচালনায় ইমন সাহা। ছবিটি প্রযোজনা করেছে সাতকাহন ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল।
‌‘গহীন বালুচর’ ছবির ট্রেলার: