নোবেলজয়ী লেখককে নিয়ে টিভি অনুষ্ঠান

অনুষ্ঠানের একটি অংশে অতিথি ও উপস্থাপক (ডানে)সদ্য নোবেলজয়ী লেখক কাজুও ইশিগুরোকে নিয়ে নির্মিত হলো টিভি অনুষ্ঠান। বিশ্বসাহিত্য বিষয়ক বিটিভি’র নিয়মিত অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’-এর এবারের পর্বের প্রায় পুরোটাই সাজানো হয়েছে এই মহান লেখককে নিয়ে।
অনুষ্ঠানটি পরিকল্পনা গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন কবি-সাংবাদিক মারুফ রায়হান।
এতে থাকছে লেখকের একটি সাক্ষাৎকারের চুম্বক অংশ যা বাংলায় উপস্থাপন করা হবে। লেখকের সাহিত্যকর্ম সম্পর্কে আলাপচারিতায় অংশ নিয়েছেন ফয়জুল ইসলাম। ইশিগুরোর বুকার পুরস্কারপ্রাপ্ত উপন্যাস ‘দ্য রিমেইন্স অব দ্য ডে’ নিয়ে নির্মিত চলচ্চিত্রের অংশবিশেষ বাংলা সাবটাইটেলে দেখানো হবে। বাংলা লিরিকসহ পরিবেশিত হবে লেখকের আরেকটি উপন্যাস ‘নেভার লেট মি গো’ অবলম্বনে তৈরি সিনেমার গান। এছাড়াও থাকছে নোবেলজয়ী এ লেখকের গল্প থেকে পাঠ।
১৫ অক্টোবর দুপুর ২টা ৪০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে অনুষ্ঠানটি। এটি প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন।