তাদের ‘টিরিগিরি টক্কা’

সুজাত শিমুল, তুষ্টি, শিশুশিল্পী নদী, ইরা, তুর্যনতুন চ্যানেল দুরন্ত  টিভিতে আজ (১৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে শিশুতোষ ধারাবাহিক ‘টিরিগিরি টক্কা’। বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর এ নাটকটিতে তুলে ধরা হয়েছে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি। এটি রচনা করেছেন এস আসলাম লিটন ও পরিচালনা করেছেন তৌহিদ বিপ্লব খান।
 নাটকটি প্রতি সপ্তাহে পাঁচ দিন প্রচার হবে। প্রচারে সময়গুলো হলো-  রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০, রাত ৮টা ৩০ ও ১২টা ৩০ মিনিট। ধারাবাহিকটিতে শিশুশিল্পী হিসেবে আছে নদী, ইরা ও তুর্য। বড়দের মধ্যে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, শামিমা তুষ্টি, সুজাত শিমুল, নিলা ইসরাফিল, ফকরুজ্জামান চৌধুরী ও মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব। বিভিন্ন পর্বে আরও অভিনয় করেছেন কাজী উজ্জল, শামিম ভিস্তি প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, ঢাকা শহরে সূর্যমুখীদের বাড়ি। হঠাৎ করে এখানে সূর্যমুখীর মতো চেহারার একটা মেয়ে হাজির হয়। একইরকম চেহারার দুজনকে দেখে বাড়ির সবার মধ্যে জন্ম নেয় আতংক। অবশেষে মেয়েটি পরিচয় দেয় সে ভিনগ্রহ থেকে আসা এলিয়েন। তার নাম টিরিগিরি। ইচ্ছে করলে সে সবার রূপ ধারণ করতে পারে। আর এই এলিয়েনকে ঘিরেই নাটকে একের পর এক ঘটনার জন্ম হতে থাকে। নাটকের দৃশ্যে শিশুশিল্পী তূর্য ও নিথর মাহবুব
পরিচালক বিপ্লব বলেন, ‘শিশু-কিশোরদের নিয়ে কাজ করা অনেক কঠিন। খুব চ্যালেঞ্জিং একটি কাজ আমরা করেছি। তবে এটি একটি ভালো কাজ হয়েছে বলে আশা করি।’