‘পরিবর্তন’-এ থাকছে রোহিঙ্গা ইস্যু

বিটিভি’র বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এ বরাবরই তুলে ধরা হয় সমসাময়ীক সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ নাটিকা।

‘রোহিঙ্গা’ ইস্যুকে সামনে রেখে অনুষ্ঠানটির এবারের আয়োজনে তারই প্রতিচ্ছবি মিলবে। এমনটাই জানালেন ‘পরিবর্তন’-এর পরিকল্পক-উপস্থাপক আনজাম মাসুদ।
এর বাইরে এবারের পর্বের জন্য তৈরি করা হয়েছে নতুন ৩টি গান, ১টি বিশেষ নাচ ও দর্শক প্রতিযোগিতা পর্ব। এরমধ্যে জাহিদ আকবরের কথায় জাহিদ বাশার পংকজের সংগীতে একটি মডার্ন ফোক গান থাকছে সালমার কণ্ঠে। রবিউল ইসলাম জীবনের কথায় সুজন আরিফের সুর-সংগীতে অন্য গানে কণ্ঠ দিয়েছেন বৃষ্টি। আরও থাকছে হাছন রাজার জনপ্রিয় একটি গানের রিমিক্স। জাহিদ বাশার পংকজের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন রেশাদ মাহমুদ।
এছাড়া ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে সহশিল্পীদের নিয়ে জমজমাট নৃত্য পরিবেশন করবেন নমিরা ও আজাদ। আরও থাকছে মজার মজার বেশ কিছু আয়োজন।
সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ। পর্বটি প্রচার হচ্ছে ১৫ অক্টোবর রাত ১০টার বিটিভির ইংরেজি সংবাদের পর।