‘যে লাভবান হচ্ছে সেই আলাদা হয়ে যাচ্ছে’

ফোয়াদ নাসের বাবু‘আমরা ১০-১২ বছর ধরে চেষ্টা চালাচ্ছি, সবাইকে একই ছাতার নিচে আনতে। কিন্তু ব্যর্থ হয়েছি। যে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে সেই আলাদা হয়ে যাচ্ছে। কোনোভাবেই এক হতে পারছি না আমরা’- কথাগুলো বললেন দেশের অন্যতম সংগীত পরিচালক ‌‘ফিডব্যাক’ ব্যান্ডের প্রধান ফোয়াদ নাসের বাবু।

২ নভেম্বর আয়োজিত ‘গান তুমি কার?’ শিরোনামের বাংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি এগুলো বলেন। ডিজিটাল মাধ্যমে গানের প্রকাশনা ও স্বত্ব নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল একই প্রসঙ্গে কথা বলেন। তার ভাষ্য, ‘আলোচনা হওয়া উচিত সব শিল্পীর গান নিয়েই। কিন্তু যখন একটা গান হিট হয়, তখনই কথা হয়। এটা দুঃখজনক। রেভিনিউ নিয়ে এ লড়াই আমরা নিজেদের ছোট করছি। এটা আমার ব্যক্তিগত মন্তব্য। আর একটা কথা সব শিল্পী মানে- গীতিকার, সুরকার ও শিল্পী সবারই একটি প্ল্যাটফর্ম দরকার।’
তার কথার সঙ্গে কথা মিলিয়ে ব্যারিস্টার ওমর সাদাত, ‌‘আপনারা যদি একটি কমন প্ল্যাটফর্মে আসেন, সিদ্ধান্ত নেন, কে কীভাবে ভাগ পাবেন- তাহলে সবার লাভ। নইলে আপনারা মারামারি করবেন, অন্যরা লাভবান হবে।’
ডিজিটাল মাধ্যমে গানের প্রকাশনা ও স্বত্ব নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি এটিএন নিউজে বিকাল ৪টা ১০ মিনিট থেকে সরাসরি প্রচার হয়। একই সময়ে বাংলা ট্রিবিউন ফেসবুক পেজ থেকেও এটি লাইভ করা হয়েছে।
23191709_10213700221887358_826367719_oমুন্নী সাহার সঞ্চালনায় এখানে অতিথি হিসেবে ছিলেন ব্যারিস্টার ওমর সাদাত, সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু, কণ্ঠশিল্পী আসিফ আকবর, গীতিকবি জুলফিকার রাসেল, ডয়েচে ভেলের সাংবাদিক ও ইউটিউবার হারুন উর রশীদ ও সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল।