ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘দেসপাসিতো’র জয়জয়কার

ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ডসের মুকুট জিতলো ‘দেসপাসিতো’। এই গানের গায়ক পুয়ের্তোরিকোর সংগীতশিল্পী লুই ফনসির হাত ভরে গেছে ট্রফিতে। বেস্ট সং অব দ্য ইয়ার, বেস্ট রেকর্ড অব দ্য ইয়ার, বেস্ট আরবান অ্যালবাম ফিউশন/পারফর্ম্যান্স ও বেস্ট শর্ট ফর্ম ভিডিও বিভাগে সেরা হয়েছে ‘দেসপাসিতো’।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরেনায় অনুষ্ঠানটি হয়েছে বৃহস্পতিবার (১৬ নভেম্বর)। মঞ্চে পুরস্কার গ্রহণের পর লুই ফনসি বলেছেন, ‘পুয়ের্তোরিকো দীর্ঘজীবী হোক! এই পুরস্কার সবার জন্য।’
‘দেসপাসিতো’ গানের ভিডিও:

যোগ করে ৩৯ বছর বয়সী লুই ফনসি আরও বলেন, ‘এক বছরের মতো কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের ভাষাকে (স্প্যানিস) উপস্থাপন করেছি সারাবিশ্বের কাছে। সবাই এ গান উপভোগও করেছেন। এজন্য লাতিনসহ সব শ্রোতাদের অনেক ধন্যবাদ। আমি মনে করি, গানটি সারাবিশ্বকে একসুতোয় গেঁথেছে। সেই সঙ্গে ভেঙে গেছে ভাষার বেড়াজাল।’
ইউটিউবে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘দেসপাসিতো’। সংখ্যাটা ছাড়িয়ে গেছে ৪৩২ কোটির ঘর। এটি প্রকাশিত হয় চলতি বছরের ১২ জানুয়ারি। এতে লুই ফনসির সঙ্গে কণ্ঠ দিয়েছেন পুয়ের্তোরিকান র‌্যাপার ডেভিড ইয়াঙ্কি।
এদিকে ল্যাটিন গ্র্যামি পুরস্কারজয়ের কয়েক ঘণ্টা পর লুই ফনসির নতুন গান এসেছে ইউটিউবে। এর শিরোনাম ‘এচেমে লা কুলপা’। স্প্যানিশ কথাটির ইংরেজি করলে দাঁড়ায় ‘কাস্ট মি দ্য ব্লেম’। এই গানটি তিনি গেয়েছেন মার্কিন গায়িকা ডেমি লোভেটোর সঙ্গে। ইউটিউবে এখন ট্রেন্ডিং তালিকায় ৮ নম্বরে আছে নতুন এই গানটি।
‘এচেমে লা কুলপা’ গানের ভিডিও: