বিশ্বসুন্দরীর মঞ্চ প্রস্তুত, কে হবেন মিস ওয়ার্ল্ড?

মহড়ায় অন্য সুন্দরীদের মাঝে জেসিয়া ইসলামআর মাত্র দেড় ঘণ্টা। তারপরেই জানা যাবে নতুন বিশ্বসুন্দরীর নাম। চীনের সানাইয়া সিটি এরেনায় প্রস্তুত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের মঞ্চ। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা বাংলাদেশ সময় ৬টা ৪৫ মিনিটে শুরু হয়ে গেছে এবারের চূড়ান্ত আসর।

চলছে জমকালো আয়োজন। দেড় ঘণ্টার এই আয়োজন শেষে ঘোষণা করা হবে নতুন বিশ্বসুন্দরীর নাম।

ইতোমধ্যে প্রতিযোগিতার ফাইনাল ফোর্টিতে স্থান পাওয়া ‘মিস বাংলাদেশ ২০১৭’ জেসিয়া ইসলাম মহড়া করেছেন অন্য প্রতিযোগীদের সঙ্গে। হেড টু হেড চ্যালেঞ্জ বিভাগের গ্রুপ সিক্সে জয়ী হয়ে তিনি পৌঁছে গেছেন সেরা ৪০-এ। ফাইনালের মঞ্চে দেখা যাবে তার ঝলক।

চোখধাঁধানো সৌন্দর্য, চমৎকার ফ্যাশন ও বিশ্বসেরা পারফর্ম্যান্সের সম্মিলন দেখা যাবে মিস ওয়ার্ল্ড ফাইনালে।অনুষ্ঠানটি ডিজাইন করছে বেইজিং রাইজ। বেইজিং অলিম্পিক গেমস ও গানের প্রতিযোগিতা ‘ইউরোভিশন’ ডিজাইনের অভিজ্ঞতা আছে এই প্রতিষ্ঠানটির।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের মঞ্চএবারের আসর উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়াং ও স্টিভ ডগলাস। বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন।